ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯২
সাজদার পদ্ধতি
(৪৯২) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাজদা করতেন তখন তাঁর মুখমণ্ডলকে তাঁর দুই করতলের মাঝামাঝি রাখতেন।
عن البراء بن عازب رضي الله عنه مرفوعا: أنه صلى الله عليه وسلم يضع وجهه إذا سجد بين كفيه

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সিজদার সময় মাথা উভয় হাতের মাঝে রাখতে হয়। আর দু’হাত থেকে মাথার দূরত্ব এতটুকু রাখতে হয় নামাযের শুরুতে তাকবীরে তাহরীমার সময় হাত দুটি মাথা থেকে যতটুকু দূরে ছিলো। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯৭, ৪৯৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান