ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯০
সাজদার পদ্ধতি
(৪৯০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আদিষ্ট হয়েছি যে, আমি সাতটি হাড়ের উপর সাজদা করব: কপাল এবং তিনি নাকের উপর হাত দিয়ে ইশার করেন, দুইহাত, দুইহাটু এবং দুই পায়ের প্রান্তগুলো । আর আমরা কাপড় এবং চুল গোটাব না।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده على أنفه واليدين والركبتين وأطراف القدمين ولا نكفت الثياب والشعر
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪৯০ | মুসলিম বাংলা