ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮১
রুকুর পদ্ধতি
(৪৮১) আবু মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি সালাতে দাঁড়িয়ে রুকু করেন এবং তার দুইহাত দুই হাঁটুর উপর রাখেন।এবং তার হাতের আঙুলগুলো তার নীচে রাখেন। তিনি তার দুইকনুই ফাঁক করে সরিয়ে রাখেন । এভাবে তার দেহের সবকিছু স্থির হয়ে যায়।... শেষে তিনি বলেন, আমরা এভাবেই রাসূলুল্লাহ (ﷺ) কে সালাত আদায় করতে দেখেছি ।
عن أبي مسعود رضي الله عنه أنه ركع ووضع يديه على ركبتيه وجعل أصابعه أسفل من ذلك وجافى بين مرفقيه حتى استقر كل شيء منه... قال هكذا رأينا رسول الله صلى الله عليه وسلم يصلي
