ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮০
নামাযের অধ্যায়
রুকুর পদ্ধতি
(৪৮০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু করতেন তখন পরিপূর্ণ সোজা হতেন। এমনকি যদি তাঁর পিঠের উপর পানি ঢেলে দেওয়া হত তাহলে তা স্থির থাকত ।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم: إذا ركع استوى فلو صب على ظهره الماء لاستقر