ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৮০
রুকুর পদ্ধতি
(৪৮০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রুকু করতেন তখন পরিপূর্ণ সোজা হতেন। এমনকি যদি তাঁর পিঠের উপর পানি ঢেলে দেওয়া হত তাহলে তা স্থির থাকত ।
عن ابن عباس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم: إذا ركع استوى فلو صب على ظهره الماء لاستقر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৮০ | মুসলিম বাংলা