ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮২
 নামাযের অধ্যায়
রুকুর পদ্ধতি
(৪৮২) সা'দ ইবন আবী ওয়াক্কাস রা.র পুত্র মুসআব বলেন, আমি আমার পিতার পাশে সালাত আদায় করি। তখন আমি (রুকুর জন্য) আমার দুই হাতের তালু একত্র করে সেগুলোকে আমার দুই উরুর মাঝে রাখি। আমার পিতা আমাকে এরূপ করতে নিষেধ করেন। তিনি বলেন, আমরা এরূপ করতাম তখন আমাদের এরূপ করতে নিষেধ করা হয়। এবং আমাদেরকে আদেশ দেওয়া হয় যে, আমরা আমাদের হাতগুলো হাঁটুর উপর রাখব।
كتاب الصلاة
عن مصعب بن سعد يقول: صليت إلى جنب أبي فطبقت بين كفي ثم وضعتهما بين فخذي فنهاني أبي وقال: كنا نفعله فنهينا عنه وأمرنا أن نضع أيدينا على الركب