ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৯
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৬৯) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায় করে দেখাব না? তখন তিনি সালাত আদায় করেন। তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথমবার ছাড়া তার দুইহাত উঠালেন না।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم؟ فصلى فلم يرفع يديه إلا في أول مرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৬৯ | মুসলিম বাংলা