ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭০
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭০) ইবন মাসউদ রা. বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের সংবাদ দিব না? তখন তিনি সালাতে দাঁড়ান। তিনি প্রথম বার তার দুইহাত উঠান অতঃপর তিনি আর হাত উঠান না।
عن عبد الله رضي الله عنه قال: ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم؟ قال فقام فرفع يديه أول مرة ثم لم يعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৭০ | মুসলিম বাংলা