ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৬৮
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৮) তাবিয়ি মুজাহিদ বলেন, আমি ইবন উমার রা.র পেছনে সালাত আদায় করলাম, তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথম তাকবীর ছাড়া আর কোনো সময় তার দুইহাত উঠালেন না।
كتاب الصلاة
عن مجاهد قال: صليت خلف ابن عمر رضي الله عنهما فلم يكن يرفع يديه إلا في التكبيرة الأولى من الصلاة