ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৭
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন তখন দুইহাত উঠাতেন, এবং যখন রুকু করতেন এবং যখন তাঁর মাথা রুকু থেকে উঠাতেন। তিনি সাজদার মধ্যে এরূপ করতেন না । তিনি আল্লাহর সাথে মিলন (মৃত্যু) পর্যন্ত এভাবেই সালাত আদায় করতেন।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا افتتح الصلاة رفع يديه وإذا ركع وإذا رفع رأسه من الركوع وكان لا يفعل ذلك في السجود فما زالت تلك صلاته حتى لقي الله تعالى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এই হাদীস দ্বারা সাজদার সময় হাত উঠানো রহিত বলে দাবি করা যায় না। কারণ এই হাদীসটি দুর্বল, বরং মাওযূ বা বানোয়াট । গ্রন্থকার টীকায় উল্লেখ করেছেন যে, এই হাদীসের সনদের একজন বর্ণনাকারী ইসমাত ইবন মুহাম্মাদ আনসারি । তিনি দ্বিতীয় হিজরি শতকের একজন হাদীস বর্ণনাকারী। তিনিই দাবি করেন যে, তিনি মুসা ইবন উকবাহ থেকে নাফি থেকে ইবন উমার থেকে এই হাদীস শুনেছেন । ইসমাত নামক এই ব্যক্তি মিথ্যা হাদীস বানাতেন বলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। কাজেই হাদীসটি বানোয়াট পর্যায়ের ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান