ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৬
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সাজদায় ও দুইহাত উঠাতেন ।
عن أنس رضي الله عنه مرفوعا : رفع اليدين في السجود

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এ সকল হাদীস মানসুখ বা রহিত হওয়ার কোনো দলীল নেই । যারা সাজদার সময় হাত উঠানোর হাদীসগুলো মানসুখ বলে দাবি করেন এবং যারা তাকবীরে তাহরীমা ছাড়া অন্য সময় হাত উঠাতে নিষেধ করেন উভয় দলের অবস্থা একই রূপ। নিম্নের হাদীস দিয়ে দলীল দেওয়া সঠিক নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান