ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৫
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৫) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন সাজদা করতেন তখন তাঁর দুইহাত উঠাতেন।
عن وائل بن حجر رضي الله عنه مرفوعا: أنه صلى الله عليه وسلم كان يرفع يديه حين يفتتح الصلاة وإذا ركع وإذا سجد

হাদীসের ব্যাখ্যা:

দারাকুতনি উল্লেখ করেছেন যে, এই হাদীস ওয়ায়িল ইবন হুজরের ছেলে আলকামা ইবরাহীম নাখয়িকে শোনান। নাখয়ি বলেন, আমার মনে হয়, তোমার পিতা রাসূলুল্লাহ (ﷺ) কে এই একদিন ছাড়া দেখেন নি, তিনি হাত উঠানো মুখস্থ করেছেন। অথচ আব্দুল্লাহ ইবন মাসউদ রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাত উঠানোর কথা বর্ণনা করলেন না। এরপর ইবরাহীম বলেন, শুধুমাত্র তাকবীরে তাহরীমার সময় হাত উঠাতে হবে। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান