ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৪
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন সাজদা করতেন তখন তাঁর দুইহাত তাঁর দুইকাঁধ পর্যন্ত উঠাতেন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يرفع يديه في الصلاة حذو منكبيه حين يفتتح الصلاة وحين يركع وحين يسجد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৬৪ | মুসলিম বাংলা