ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৬৩
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রুকুতে ও সাজদায় তাঁর দুইহাত উঠাতেন ।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه في الركوع والسجود
