ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬০
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬০) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার দুইহাত উঠাতেন প্রত্যেক নামা, উঠা, রুকু, সাজদা, দাঁড়ানো, বসা ও দুই সাজদার মাঝে ।
عن ابن عمر رضي الله عنهما: أنه كان يرفع يديه في كل خفض ورفع وركوع وسجود وقيام وقعود وبين السجدتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৬০ | মুসলিম বাংলা