ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৬১
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬১) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (রুকুর পরে) সাজদার জন্য ঝুঁকে যখন 'আল্লাহু আকবার' বলতেন তখন তাঁর দুইহাত উঠাতেন।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أنه صلى الله عليه وسلم كان يرفع يديه عند التكبير حين يهوي ساجدا
