ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৫৯
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৫৯) ইবন উমার রা. থেকে দ্বিতীয় বর্ণনায় আছে, ইবন উমার সালাত শুরুর সময়, রুকুর সময়, রুকু থেকে উঠার সময় দুইহাত অনুরূপভাবে উঠাতেন। এছাড়া তিনি দ্বিতীয় রাকআত শেষে উঠার সময় দুইহাত উঠাতেন । তিনি এই কর্ম রাসূলুল্লাহ (ﷺ) থেকে গ্রহণ করেছেন বলে বলতেন।
عن ابن عمر رضي الله عنهما نحوه من فعله وزاد: وإذا قام من الركعتين رفع يديه ورفع ذلك ابن عمر إلى نبي الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪৫৯ | মুসলিম বাংলা