ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২৮
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৮) আলী রা. বলেন, সুন্নত হল সালাতের মধ্যে হাতের উপর হাত নাভির নীচে রাখা।
عن علي رضي الله عنه قال: من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. টীকায় উল্লেখ করেছেন যে, বাইহাকি, নববি প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। কারণ একমাত্র আব্দুর রাহমান ইবন ইসহাক নামক দ্বিতীয় হিজরি শতকের একজন তাবি’-তাবিয়ি এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যিয়াদ ইবন যাইদ নামক একব্যক্তি তাকে বলেছেন, সাহাবি আবু জুহাইফা (মৃ: ৭৪) তাকে বলেছেন, আলী রা. তাকে বলেছেন। এই আব্দুর রাহমান ইবন ইসহাককে আহমাদ, ইয়াহইয়া ইবন মাঈন, বুখারি, আবু দাউদ প্রমুখ মুহাদ্দিসগণ অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন। আর তিনি যিয়াদ ইবন যাইদ নামক যে উস্তাযের নাম বলেছেন তিনি অজ্ঞাতপরিচয়। এজন্য হাদীসটি যয়ীফ । গ্রন্থকার আব্দুর রাহমানের বিষয়ে উল্লেখ করেছেন যে, হাকিম ও ইবন খুযাইমা তার বর্ণিত দুই একটি হাদীস সহীহ বলে উল্লেখ করেছেন। তিরমিযি তার বর্ণিত একটি হাদীস হাসান বলে উল্লেখ করেছেন, যদিও তিনি বলেছেন যে, আব্দুর রাহমান হাদীস মুখস্থ রাখতে পারতেন না। কাজেই হাদীসটি হাসান ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান