ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২৯
সালাত শুরুর দুআ
(৪২৯) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতের জন্য তাকবীর বলতেন তখন তাঁর দুইহাত তাঁর দুই কানের সমান্তরাল পর্যন্ত উঠাতেন। তিনি বলতেন: سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ‘হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসার সাথে। আর আপনার নাম মহা-বরকতময় এবং সুউচ্চ আপনার মর্যাদা এবং আপনি ছাড়া কোনো উপাস্য নেই'।
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه إذا كبر رفع يديه حتى يحاذي أذنيه يقول: سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك

হাদীসের ব্যাখ্যা:

অন্য বর্ণনায় আছে, তিনি যখন সালাত শুরু করতেন তখন এই বাক্যগুলো বলতেন’ । এই বর্ণনার সনদ গ্রহণযোগ্য। তাহাবি সহীহ সনদে উমার ইবনুল খাত্তাব রা. থেকে সঙ্কলিত করেছেন যে, তিনি অনুরূপ দুআ পাঠ করতেন । দারাকুতনি উমার রা. থেকে সঙ্কলিত করেছেন যে, তিনি এই দুআ পাঠের পরে তাআউয বা 'আউযূ বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম' পাঠ করতেন । দারাকুতনি এই বর্ণনা সহীহ বলে উল্লেখ করেছেন ।
গ্রন্থকার রাহ. বলেন, সালাতের শুরুতে পাঠের বিষয়ে আরো অনেক দুআ হাদীসে বর্ণিত হয়েছে, তন্মধ্যে কোনো কোনো দুআ অনেক বড়। সম্ভবত তিনি রাতের সালাতে এগুলো পাঠ করতেন। অথবা মাঝে মাঝে ফরয সালাতেও এগুলো পাঠ করতেন। এই অর্থে ইমাম নাসায়ি আবু হুরাইরা রা. থেকে হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসে তিনি উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) সালাত শুরু করে কুরআন পাঠ শুরু করার আগে কিছু সময় চুপ করে থাকতেন। এবং তিনি সাজদা করার সময় ও উঠার সময় তাকবীর বলতেন । বুখারি সঙ্কলিত অন্য হাদীসে আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকবীরে তাহরীমা ও কুরআন পাঠের মধ্যবর্তী সময়ে কিছু সময় চুপ করে থাকতেন। (অর্থাৎ চুপে চুপে সালাত শুরুর দুআ পাঠ করতেন) ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান