ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪১৯
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৯) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, তিনি সালাত শুরু করলে তাঁর দুইহাত কান পর্যন্ত উঠালেন । আমি পরের বার যখন তাদের কাছে আগমন করলাম তখন দেখলাম তারা সালাত শুরুর সময় তাদের হাতগুলো বুক পর্যন্ত উঠাচ্ছেন ।
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه قال: ثم أتيتهم فرأيتهم يرفعون أيديهم إلى صدورهم في افتتاح الصلاة وعليهم برانس وأكسية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪১৯ | মুসলিম বাংলা