ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪১৯
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৯) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, তিনি সালাত শুরু করলে তাঁর দুইহাত কান পর্যন্ত উঠালেন । আমি পরের বার যখন তাদের কাছে আগমন করলাম তখন দেখলাম তারা সালাত শুরুর সময় তাদের হাতগুলো বুক পর্যন্ত উঠাচ্ছেন ।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه قال: ثم أتيتهم فرأيتهم يرفعون أيديهم إلى صدورهم في افتتاح الصلاة وعليهم برانس وأكسية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪১৯ | মুসলিম বাংলা