ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১৮
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৮) ওয়ায়িল ইবন হুজর রা. তাকবীরে তাহরীমার সময় দুইহাত কান পর্যন্ত উঠানোর বিবরণ প্রদান করেছেন। তার হাদীসের শেষে তিনি বলেন, অতঃপর তিনি তাঁর ডানহাত বাম হাতের উপর রাখেন।
عن وائل بن حجر رضي الله عنه نحوه (رفع يديه حين دخل في الصلاة حيال أذنيه ثم التحف بثوبه) ثم وضع يده اليمنى على اليسرى
