ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪১৭
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪১৭) মালিক ইবন হুয়াইরিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকবীর তাহরীমা বলতেন তখন তাঁর দুইহাত এতদূর উঠাতেন যে, হাত দুইটি দুই কানের সমান্তরালে থাকত অন্য বর্ণনায় আছে, হাত দুইটি দুই কানের উপরিভাগের সমান্তরালে থাকত।
عن مالك بن الحويرث رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كبر رفع يديه حتى يحاذي بهما أذنيه. وفي رواية: حتّى يحاذي بهما فروع أذنيه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪১৭ | মুসলিম বাংলা