ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২০
নামাযের অধ্যায়
তাকবীরে তাহরীমার সময় দুইহাত উঠানো এবং তার পদ্ধতি
(৪২০) আবু হুমাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকবীরে তাহরীমার সময় তাঁর হাত দুইটি দুই কাঁধের সমান্তরালে রাখতেন ।
كتاب الصلاة
عن أبي حميد رضي الله عنه مرفوعا: جعل يديه حذو منكبيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান