ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪০০
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৪০০) উম্মু সালামাহ রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেন, একজন মহিলা কি ইযার পরিধান ছাড়া শুধুমাত্র ওড়না ও সেমিজ বা ম্যাক্সি পরিধান করে সালাত আদায় করতে পারে? তিনি উত্তরে বলেন, সেমিজ বা ম্যাক্সি যদি এমন বড় হয় যে পায়ের উপরিভাগ পর্যন্ত আবৃত করে রাখে তাহলে (পারবে)।
عن أم سلمة رضى الله عنها أنها سألت النبي صلى الله عليه وسلم أتصلي المرأة في درع وخمار ليس عليها إزار؟ قال إذا كان الدرع سابغا يغطي ظهور قدميها
