ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৯
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই কাঁধের উপরে কাপড়ের কিছু অংশ না রেখে শুধুমাত্র একটি কাপড়ে তোমাদের কেউ সালাত আদায় করবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يصلي أحدكم في الثوب الواحد ليس على عاتقيه شيء

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এখানে এই নিষেধাজ্ঞাটি তানযীহ বা 'অনুত্তম' পর্যায়ের। অর্থাৎ শুধুমাত্র একটি লুঙ্গি বা চাদর পরিধান করে দেহের ঊর্ধ্বাংশ ও কাঁধ অনাবৃত রেখে সালাত আদায় করা অনুত্তম। উপরে উল্লিখিত জাবির বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাপড়টি ছোট বা অপ্রশস্ত হলে লুঙ্গিরূপে পরিধান করবে। এ থেকে বোঝা যায় যে, কাঁধ অনাবৃত রাখা জায়িয। এই নির্দেশের কারণ হল, কাঁধের উপর কাপড়ের কিছু অংশ না থাকলে হঠাৎ কাপড়টি খুলে সতর অনাবৃত হয়ে যেতে পারে । এজন্য কাঁধের উপর কাপড়ের কিছু অংশ রাখা উচিত । তবে কেউ যদি সতর অনাবৃত হওয়ার সম্ভাবনা থেকে নিরাপদ হতে পারে তাহলে তার জন্য কাঁধ অনাবৃত রাখায় কোনো অসুবিধা নেই । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৯ | মুসলিম বাংলা