ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৮
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৮) জাবির রা. থেকে বর্ণিত, একটিমাত্র কাপড়ে সালাত আদায় সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি যখন একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করবে তখন যদি কাপড়টি বড় বা প্রশস্ত হয় তাহলে তুমি তা চাদরের মতো করে গায়ে জড়িয়ে নেবে । আর যদি কাপড়টি ছোট হয় তাহলে ইযার বা লুঙ্গি বানিয়ে কোমরে পেঁচিয়ে পরিধান করবে।
عن جابر رضي الله عنه في الصلاة في الثوب الواحد مرفوعا: إن كان واسعا فالتحف به وإن كان ضيقا فاتزر به. (إذا كان واسعا فخالف بين طرفيه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৮ | মুসলিম বাংলা