ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৭
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, তখন যেন সে তার কাপড় দুইটি** পরিধান করে; কারণ আল্লাহরই অধিকার সবচেয়ে বেশী যে, তাঁর জন্য সাজগোজ করা হবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا صلى أحدكم فليلبس ثوبيه فإن الله أحق من تزين له

হাদীসের ব্যাখ্যা:

তৎকালীন মানুষেরা সাধারণত একটি খোলা সেলাইবিহীন লুঙ্গি ও একটি চাদর পরিধান করতেন, যেরূপ হজ্জের সময় হাজিগণ পরিধান করতেন। জোড়া কাপড় বা দুইটি কাপড় বলতে এই দুইটি কাপড় বোঝানো হয়েছে। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৭ | মুসলিম বাংলা