ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৬
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৬) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন যে, কোনো পুরুষ গায়ে চাদর না রেখে শুধুমাত্র পাজামা পরিধান করে সালাত আদায় করবে।
عن بريدة رضي الله عنه مرفوعا: نهى أن يصلي الرجل في سراويل وليس عليه رداء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৬ | মুসলিম বাংলা