ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৫
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৫) ইবনুল মুনকাদির বলেন, জাবির রা. একটিমাত্র ইযার বা খোলা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করে সালাত আদায় করেন। তিনি লুঙ্গিটিকে তার কাঁধের উপর দিয়ে গিরে দিয়ে রাখেন। তার অন্যান্য পোশাক পরিচ্ছদ তখন পাশেই তাকের উপর রাখা ছিল। তখন একব্যক্তি বলে, আপনি একটিমাত্র কাপড়ে সালাত আদায় করলেন? উত্তরে জাবির রা. বলেন, আমিতো এজন্যই এভাবে সালাত আদায় করলাম যেন তোমার মতো আহমকরা আমাকে এভাবে সালাত আদায় করতে দেখে। রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমাদের কার দুইটি কাপড় ছিল?
عن ابن المنكدر قال: صلى جابر في إزار قد عقده من قبل قفاه وثيابه موضوعة على المشجب قال له قائل تصلي في إزار واحد؟ فقال إنما صنعت ذلك ليراني أحمق مثلك وأينا كان له ثوبان على عهد النبي صلى الله عليه وسلم؟

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এভাবে একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা জায়িয ও এতেই প্রয়োজন মিটবে। কিন্তু যদি মুসতাহাব পর্যায়ে যেতে হয় তাহলে সালাত আদায়ের জন্য সৌন্দর্য গ্রহণ করা উত্তম। নিম্নের হাদীসগুলো থেকে তা বোঝা যায়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৫ | মুসলিম বাংলা