ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৪
একটিমাত্র কাপড়ে সালাত আদায় ও সালাতের জন্য সাজগোজ বিষয়ে
(৩৯৪) তাবিয়ি মুহাম্মাদ ইবনুল মুনকাদির বলেন, আমি জাবির ইবন আব্দুল্লাহ রা.কে দেখলাম তিনি একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একটিমাত্র কাপড়ে সালাত আদায় করতে দেখেছি।
عن محمد بن المنكدر قال: رأيت جابر بن عبد الله رضي الله عنه يصلي في ثوب واحد وقال: رأيت النبي صلى الله عليه وسلم يصلي في ثوب واحد
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৪ | মুসলিম বাংলা