ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯৩
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯৩) উমার ইবন খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি একজন ক্রীতদাসীকে মাথা আবৃত অবস্থায় দেখতে পান। তিনি তাকে আঘাত করেন ও বলেন, তোমার মাথা অনাবৃত করে রাখো। স্বাধীন সাধারণ নারীদের মতো চলবে না।
عن عمر رضي الله عنه أنه ضرب أمة رآها متقنعة وقال: اكشفي رأسك لا تشبهين بالحرائر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯৩ | মুসলিম বাংলা