ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯২
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯২) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মাথার কাপড় ছাড়া আল্লাহ কোনো বয়ঃপ্রাপ্তা বা সাবালিকা নারীর সালাত কবুল করেন না ।
عن عائشة رضي الله عنها مرفوعا: لا يقبل الله صلاة حائض إلا بخمار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯২ | মুসলিম বাংলা