ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯১
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯১) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, কুরআন কারীমে মহিমাময় আল্লাহ ইরশাদ করেছেন, 'মুমিন নারীগণ যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের আভরণ প্রদর্শন না করে'** এই আয়াতের ব্যাখ্যায় ‘সাধারণভাবে প্রকাশ থাকে ও প্রকাশ করা বৈধ’ অঙ্গের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নারীর মুখমণ্ডল ও তার দুই হাতের তালুদ্বয়।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: في قوله تعالى: ولا يبدين زينتهن إلا ما ظهر منها قال: وجهها وكفيها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯১ | মুসলিম বাংলা