ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯০
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯০) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নারীদেহ আবৃতব্য গুপ্তাঙ্গ। যখন কোনো নারী বাইরে বের হন তখন শয়তান তার দিকে দৃষ্টি তুলে তাকায়।
عن عبد الله رضي الله عنه مرفوعا: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৯০ | মুসলিম বাংলা