ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪০১
উলঙ্গ ব্যক্তিদের সালাত ও জলযানে আরোহীদের সালাত
(৪০১) ইবন আব্বাস রা. বলেন, যে ব্যক্তি নৌকায় সালাত আদায় করবে এবং যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবে তারা বসে সালাত আদায় করবে।
عن ابن عباس رضي الله عنه قال: الذي يصلي في السفينة والذي يصلي عريانا يصلي جالسا
tahqiqতাহকীক:তাহকীক চলমান