ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৬৮
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৬৮) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক দুই আযানের (আযান ও ইকামতের) মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে, মাগরিব ব্যতীত।
عن بريدة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال بين كل أذانين صلاة إلا المغرب
