ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৬৯
নামাযের অধ্যায়
মাগরিব ছাড়া প্রত্যেক আযান ও ইকামতের মাঝে সালাত
(৩৬৯)ইবন বুরাইদা থেকে, তিনি আব্দুল্লাহ ইবন মুগাফফাল রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে, (তিনি তিনবার একথা বলে বলেন) যার ইচ্ছা হবে।
كتاب الصلاة
عن ابن بريدة عن عبد الله بن مغفل المزني رضي الله عنه أنّ رسول الله صلى الله عليه وسلم قال: بين كل أذانين صلاة ثلاثا لمن شاء
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)