ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৬৭
সময়ের পূর্বে আযান বিষয়ক আলোচনা
(৩৬৭) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, বিলাল রা. (একদিন) রাত্রিবেলায় আযান দেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেন, তুমি এরূপ করলে কেন? বিলাল বলেন, আমি ঘুম থেকে উঠে তন্দ্রাজড়িত অবস্থায় ধারণা করলাম যে, সুবহে সাদিক হয়ে গিয়েছে। একথা ভেবে আমি আযান দিয়েছি। তখন তিনি তাকে নির্দেশ দেন যে, মদীনায় তিনবার ঘোষণা দিতে, বান্দা ঘুমিয়ে পড়েছিল! এরপর তিনি তাকে প্রভাতের উন্মেষ পর্যন্ত নিজের পাশে বসিয়ে রাখেন।
عن ابن عمر رضي الله عنهما أن بلالا أذن بليل فقال له النبي صلى الله عليه وسلم: ما حملك على ذلك؟ قال: استيقظت وأنا وسنان فظننت أن الفجر قد طلع فأذنت فأمره النبي صلى الله عليه وسلم أن ينادي في المدينة ثلاثا: إن العبد رقد ثم أقعده إلى جنبه حتى طلع الفجر
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এ থেকে বোঝা যায় যে, ফজর বা অন্য কোনো ওয়াক্তের আযান ওয়াক্তের আগে দেওয়া যায় না। বিলাল রা. রাতে আযান দিতেন রমাযান মাসে সাহরির জন্য। অন্য সময়ে তিনি ভুলক্রমে আগে আযান দিয়েছেন। আল্লাহই ভালো জানেন ।
