ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৬৬
নামাযের অধ্যায়
সময়ের পূর্বে আযান বিষয়ক আলোচনা
(৩৬৬) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইবন উম্মু মাকতুম রা.র আযানের বিষয়ে বলেন, সে সুবহে সাদিকের উন্মেষের আগে আযান দেয় না।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها في أذان ابن أم مكتوم مرفوعا فإنه لا يؤذن حتى يطلع الفجر