ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৬৫
সময়ের পূর্বে আযান বিষয়ক আলোচনা
(৩৬৫) ইবন মাসউদ রা. বিলাল রা.র আযানের বিষয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিলালের আযান শুনে তোমরা কেউ সাহরি খাওয়া থেকে বিরত হবে না; কারণ সে রাতে আযান দেয়, যেন তোমাদের মধ্যে তাহাজ্জুদে রত ব্যক্তি তাহাজ্জুদ শেষ করতে পারে এবং ঘুমন্ত ব্যক্তি (তাহাজ্জুদের জন্য) উঠতে পারে।
عن ابن مسعود رضي الله عنه في أذان بلال مرفوعا: لا يمنعن أحدكم أو أحدا منكم أذان بلال من سحوره فإنه يؤذن أو ينادي بليل ليرجع قائمكم ولينبه نائمكم
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৬৫ | মুসলিম বাংলা