ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৬৪
সময়ের পূর্বে আযান বিষয়ক আলোচনা
(৩৬৪) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিলাল রাত্রে আযান দেয়। কাজেই তোমরা ইবন উম্মু মাকতুমের আযান দেওয়া পর্যন্ত খাবে এবং পান করবে।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إن بلالاً ينادي بليل فكلوا واشربوا حتّى ينادي ابن أم مكتوم
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৩৬৪ | মুসলিম বাংলা