ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৫১
আযানের বিবরণ
(৩৫১) অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবন যাইদ বলেন, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখলাম, যেন একব্যক্তি দাঁড়িয়ে আছেন। তার পরিধানে দুইটি সবুজ কাপড় রয়েছে। তিনি দুইবার দুইবার করে আযান দিলেন এবং দুইবার দুইবার করে ইকামত দিলেন।
عن عبد الله بن زيد رضي الله عنه قال: يا رسول الله رأيت في المنام كأن رجلا قام وعليه بردان أخضران فأذن مثنى مثنى وأقام مثنى مثنى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, আব্দুল্লাহ ইবন যাইদ রা.র হাদীসই আযানের বিষয়ে মূল হাদীস। এই হাদীসে তারজী', অর্থাৎ আযানের প্রথমে শাহাদতের চারটি বাক্য প্রথমে নিম্নস্বরে বলে পুনরায় আবার উচ্চস্বরে বলার নির্দেশ নেই। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবন যাইদের হাদীসে ইকামতের শব্দগুলো একবার করে বলতে হবে সেই নির্দেশও নেই । এথেকে বোঝা যায় যে, এই দুইটি বিষয় মাসনুন নয়। এ বিষয়ে আরো অনেক হাদীস রয়েছে। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩৫১ | মুসলিম বাংলা