ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৫২
আযানের বিবরণ
(৩৫২) আবু মাহযুরা রা. বলেন, আল্লাহর নবী (ﷺ) তাকে আযান শিক্ষা দিয়েছেন। এই আযানের মধ্যে তিনি 'তারজী' এর উল্লেখ করেছেন। (অর্থাৎ দুইবার আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহ ও দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে পুনরায় আবার এই বাক্যদুইটি দুইবার করে চারবার বলা। এতে আযানের বাক্যগুলো মোট উনিশবার বলা হয়)।
عن أبي محذورة رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم علمه هذا الأذان، الحديث، فذكر الترجيع
