ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩২৩
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৩)রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ফজরের সালাতকে আলোক উদ্ভাসিত করে আদায় করবে; কারণ এভাবে আদায় করলে পুরস্কার বেশী হবে।
عن رافع بن خديج رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أسفروا بالفجر فإنه أعظم للأجر
