ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২২
প্রভাতের অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা
(৩২২) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন, তুমি প্রভাতের শুরুতেই অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: صل الصبح بغبش يعني الغلس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩২২ | মুসলিম বাংলা