ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২১
নামাযের অধ্যায়
প্রভাতের অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা
(৩২১) আবু মুসা রা. বলেন, যখন প্রভাতের উন্মেষ হল তখন রাসূলুল্লাহ (ﷺ) ফজরের জামাআত কায়িম করলেন। তখনও (আঁধারের কারণে) মানুষেরা একে অপরকে প্রায় চিনতে পারছিল না।
كتاب الصلاة
عن أبي موسى رضي الله عنه مرفوعا: فأقام الفجر حين انشق الفجر والناس لا يكاد يعرف بعضهم بعضا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)