ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৯২
পূর্ণরূপে সালাত পালনের মর্যাদা ও অবহেলার ভয়াবহ পরিণতি
(২৯২) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাদের ও তাদের মধ্যে চুক্তি হল সালাত। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফির হয়ে যাবে।
عن بريدة رضي الله عنه مرفوعا: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যদি কেউ গুরুত্বহীন মনে করে বা সালাতের অত্যাবশ্যকীয়তা অস্বীকার করে সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফির বলে গণ্য হবে। আর যদি কেউ সালাতের অতীব গুরুত্ব ও অত্যাবশ্যকীয়তা পূর্ণরূপে স্বীকার করে কিন্তু আলসেমি বা ঢিলেমি-হেতু সালাত আদায় না করে তাহলে সে কাফির বলে গণ্য হবে না। নিম্নের হাদীস থেকে তা বোঝা যায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৯২ | মুসলিম বাংলা