ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৯১
পূর্ণরূপে সালাত পালনের মর্যাদা ও অবহেলার ভয়াবহ পরিণতি
(২৯১) আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন সালাতের কথা উল্লেখ করেন। তখন তিনি বলেন, যে ব্যক্তি সঠিকভাবে সালাত সংরক্ষণ (আদায়) করবে তার জন্য সালাত কিয়ামতের দিন নূর ও দলীলরূপে পরিণত হবে। আর যে ব্যক্তি সঠিকভাবে তা পালন করবে না কিয়ামতে তার কোনো নূর থাকবে না, দলীলও থাকবে না এবং তার নাজাতের (মুক্তির) কোনো উপায় থাকবে না। সে কিয়ামতের দিন কারূন, ফিরাউন, হামান ও উবাই ইবন খালাফের সাথে থাকবে।
عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال: من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف
