ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৮৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মলমূত্র ত্যাগের সময় আল্লাহর নামাঙ্কিত আংটি খুলে নেওয়া
(২৮৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন শৌচাগারে প্রবেশ করতেন তখন তাঁর আংটি খুলে রাখতেন।
كتاب الطهارة
عن أنس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء وضع خاتمه
হাদীসের তাখরীজ (সূত্র):
(চার সুনান গ্রন্থ। তিরমিযি হাদীসটি সহীহ বলেছেন। আবু দাউদ হাদীসটি দুর্বল ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন । বাইহাকি এই হাদীসটির সমার্থক আরেকটি দুর্বল হাদীস উল্লেখ করেছেন । বুখারির এক বর্ণনায় রাসূলুল্লাহ (ﷺ) এর আংটিতে তিনটি লাইন ছিল- এক লাইনে ‘মুহাম্মাদ', আরেক লাইনে ‘রাসূল' এবং আরেক লাইনে 'আল্লাহ' লিখিত ছিল)। [সুনান আবু দাউদ, হাদীস-১৯; সুনান ইবন মাজাহ, হাদীস-৩০৩; সুনান তিরমিযি, হাদীস-১৭৪৬; সুনান নাসায়ি, হাদীস-৫২১৩]
হাদীসের ব্যাখ্যা:
উপরিউক্ত হাদীসটি থেকে প্রমাণিত হয় যে, কুরআনের আয়াত বা আল্লাহর নাম অঙ্কিত আংটি বা অনুরূপ কিছু নিয়ে ইস্তিঞ্জাখানায় প্রবেশ করা মাকরূহ; আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫০) অতএব তাবীজ-কবজ ইত্যাদি অনাবৃত থাকলে ইস্তিঞ্জাখানায় প্রবেশের সময় তা খুলে নিবে অথবা ঢেকে রাখবে। খোলা ময়দানে ইস্তিঞ্জা করার ক্ষেত্রেও উক্ত বিধান প্রযোজ্য হবে।