ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৮৫
পেশাবের পরে পুরুষাঙ্গ তিনবার টান দেওয়া
(২৮৫) ঈসা ইবন ইয়াযদাদ বলেন, আমার পিতা (তাবিয়ি) ইয়াযদাদ বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ পেশাব করলে সে যেন তার পুরুষাঙ্গ তিনবার টান দেয়।
عن عيسى بن يزداد عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا بال أحدكم فلينتر ذكره ثلاث مرات
