ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৮৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
রাস্তায় মলমূত্র ত্যাগের নিষেধাজ্ঞা
(২৮৩) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দুইটি অভিশাপদানকারী কর্ম থেকে বিরত থাকবে। তারা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, দুইটি অভিশাপদানকারী কর্ম কী? তিনি বলেন, যে ব্যক্তি মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করে এবং যে ব্যক্তি মানুষের (ব্যবহারের উপযোগী) ছায়ায় মলমূত্র ত্যাগ করে।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إتقوا اللعانين قالوا وما اللعانان يا رسول الله؟ قال الذي يتخلى في طريق الناس أو في ظلهم
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-২৬৯; সুনান আবু দাউদ, হাদীস-২৫]
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের সারকথা হচ্ছে এই যে, মানুষের চলার পথে অথবা ছায়াযুক্ত স্থান--যেখানে মানুষ খানিকটা বিশ্রাম করে, এমন স্থানে যদি কেউ পেশাব পায়খানা করে তাতে মানুষের ভীষণ কষ্ট হয় এবং মানুষ উক্ত ব্যক্তিকে গালমন্দ করে এবং অভিসম্পাত দেয়। সুতরাং এহেন মন্দকাজ পরিহার করা উচিত। সুনানে আবূ দাউদে মু'আয ইবনে জাবাল (রা) সূত্রে একটি হাদীস বর্ণিত হয়েছে। উক্ত হাদীসে মানুষের চলার পথ ও ছায়াযুক্ত স্থান ব্যতীত তৃতীয় একটি কথারও উল্লেখ রয়েছে। তা হচ্ছে, পানি প্রাপ্তিস্থান, যেখানে মানুষের আনাগোনা আছে। নবী কারীম ﷺ-এর এর বাণীর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, ঘর-বাড়ী ব্যতীত অন্য স্থানে কারো পেশাব-পায়খানার বেগ হলে সে যেন এমন স্থান বেছে নেয় যেখান দিয়ে মানুষ চলাচল করে না যাতে মানুষকে কষ্টেরও শিকার হতে না হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)